Header Ads Widget

Modi: ২০২৪ এ আবারও মোদী ঝড়, হাটট্রিকের পথে Narendra Modi, ইঙ্গিত সব এক্সিট পোলেই

সমস্ত এক্সিট পোল অনুযায়ী, জয়ের হাটট্রিক করতে চলেছে মোদী(Modi) নেতৃত্বাধীন এনডিএ সরকার। তৃতীয়বারের জন্য কেন্দ্রের ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপিই, ফের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদীই, ইঙ্গিত সব এক্সিট পোলেই।

Modi: ২০২৪ এ আবারও মোদী ঝড়, হাটট্রিকের পথে Narendra Modi, ইঙ্গিত সব এক্সিট পোলেই
Modi: ২০২৪ এ আবারও মোদী ঝড়, হাটট্রিকের পথে Narendra Modi, ইঙ্গিত সব এক্সিট পোলেই

লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ। গত দেড় মাস ধরে সাত দফায় ভোট গ্রহণ হল গোটা দেশজুড়ে। কেন্দ্রের ক্ষমতায় কোন দলকে বসাল দেশের জনগণ, তা জানা যাবে ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরই। নির্বাচনের ফলাফল ঘোষণা হলে জানা যাবে মোদী ম্যাজিকের মাধ্যমে বিজেপির নেতৃত্বে থাকা এনডিএ জোটই ফের ক্ষমতায় আসবে নাকি ইন্ডিয়া জোট দাঁত ফোটাতে পারবে এই লোকসভা নির্বাচনে। ভোটের ফল প্রকাশের আগেই সমস্ত সংবাদমাধ্যম ও বিভিন্ন সমীক্ষা সংস্থার তরফে প্রকাশ করা হয়েছে এই বুথ এক্সিট পোল। সমস্ত এক্সিট পোল থেকে জানা গিয়েছে যে আবারও কেন্দ্রের ক্ষমতায় আসছে বিজেপি-ই। তাদের নেতৃত্বাধন এনডিএ সরকার ৪০০ আসন পার করার লক্ষ্যমাত্রাও পূরণ করতে পারে।

*বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।

Modi: ২০২৪ এ আবারও মোদী ঝড়, হাটট্রিকের পথে Narendra Modi, ইঙ্গিত সব এক্সিট পোলেই
Modi: ২০২৪ এ আবারও মোদী ঝড়, হাটট্রিকের পথে Narendra Modi, ইঙ্গিত সব এক্সিট পোলেই

সমস্ত সমীক্ষার এক্সিট পোল অনুযায়ী, ২০২৪ এর লোকসভা নির্বাচনে জয়ের হাটট্রিক করতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। তৃতীয়বারের জন্য কেন্দ্রের ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপিই, আবারও প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদীই। দেশের ১ কোটি জনগণের মতামতের উপরে ভিত্তি করে তৈরি এক্সিট পোল অনুযায়ী, এই লোকসভা নির্বাচনে এনডিএ ৩৪৬টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট ১৬২টি আসন পেতে পারে এবং অন্যান্য দলগুলি ৩৫টি আসন পেতে পারে।

Modi: ২০২৪ এ আবারও মোদী ঝড়, হাটট্রিকের পথে Narendra Modi, ইঙ্গিত সব এক্সিট পোলেই
Modi: ২০২৪ এ আবারও মোদী ঝড়, হাটট্রিকের পথে Narendra Modi, ইঙ্গিত সব এক্সিট পোলেই

মোদীর কথাই মিলবে, এইবার ৪০০ পার - ইঙ্গিত সব এক্সিট পোলেই

  • এই লোকসভা নির্বাচনে এনডিএ ৩৮১টি আসন, ইন্ডিয়া জোট ১৪৮টি এবং অন্যান্যরা ১৪টি আসন পেতে পারে, এমনই ফলাফল হতে পারে ‘ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া' -এর এক্সিট পোল অনুযায়ী।
  • আবার ‘সি ভোটার’-এর সমীক্ষা অনুসারে, ২০২৪ এর লোকসভা নির্বাচনে এনডিএ ৩৬৮টি আসন পেতে পারে। ইন্ডিয়া জোট ১৬৭টি আসন এবং অন্যান্যরা ৮টি আসন পেতে পারে।
Modi: ২০২৪ এ আবারও মোদী ঝড়, হাটট্রিকের পথে Narendra Modi, ইঙ্গিত সব এক্সিট পোলেই
Modi: ২০২৪ এ আবারও মোদী ঝড়, হাটট্রিকের পথে Narendra Modi, ইঙ্গিত সব এক্সিট পোলেই
  • ‘জন কি বাত’ সমীক্ষা অনুসারে, চলতি লোকসভা নির্বাচনে এনডিএ ৩৬২ থেকে ৩৯২টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট ১৪১ থেকে ১৬১টি আসন পেতে পারে এবং অন্যান্যরা ১০ থেকে ২০টি আসন পেতে পারে।
  • ‘ইন্ডিয়া নিউজ ডায়নামিক্স’-এর এক্সিট পোল থেকে জানা যাচ্ছে, এইবার এনডিএ ৩৭১টি লোকসভা আসন পেতে চলেছে, ইন্ডিয়া জোট ১২৫টি আসন পাবে এবং অন্যান্যরা ৪৭টি লোকসভা আসন পেতে পারে।
Modi: ২০২৪ এ আবারও মোদী ঝড়, হাটট্রিকের পথে Narendra Modi, ইঙ্গিত সব এক্সিট পোলেই
Modi: ২০২৪ এ আবারও মোদী ঝড়, হাটট্রিকের পথে Narendra Modi, ইঙ্গিত সব এক্সিট পোলেই
  • রিপাবলিক টিভির ম্যাট্রিজ সমীক্ষা অনুযায়ী, ২০২৪ এর লোকসভা নির্বাচনে এনডিএ ৩৫৩ থেকে ৩৬৮টি আসন পেতে পারে, যেখানে ইন্ডিয়া জোট ১১৮ থেকে ১৩৩টি আসন পেতে পারে এবং অন্যান্যরা ৪৩ থেকে ৪৮টি আসন পেতে পারে।
  • অন্যদিকে ‘রিপাবলিক টিভির পিএমএআরকিউ এক্সিট পোল’ দেখাচ্ছে, এই নির্বাচনে এনডিএ ৩৫৯টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট ১৫৪টি আসন পেতে পারে এবং অন্যরা ৩০টি আসন পেতে পারে।
Modi: ২০২৪ এ আবারও মোদী ঝড়, হাটট্রিকের পথে Narendra Modi, ইঙ্গিত সব এক্সিট পোলেই
Modi: ২০২৪ এ আবারও মোদী ঝড়, হাটট্রিকের পথে Narendra Modi, ইঙ্গিত সব এক্সিট পোলেই
  • চমৎকার ফলাফল হতে চলেছে ‘চাণক্য’-এর এক্সিট পোল অনুসারে, বিজেপি ৪০০টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট ১০৭টি আসন পেতে পারে এবং অন্যান্যরা ৩৬টি আসন পেতে পারে। মোদীর কথাই মিলবে, এইবার ৪০০ পার।

*বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ