Header Ads Widget

Bajaj CNG Bike, বাজার কাঁপাতে চলে এল বিশ্বের প্রথম CNG বাইক বাজাজ ফ্রিডম 125, যার দাম মাত্র 95 হাজার টাকা

মধ্যবিত্তের কথা মাথায় রেখে বিশ্বের প্রথম CNG বাইক লঞ্চ করল বাজাজ কোম্পানি। পেট্রল ও সিএনজি সিলিন্ডার দুই থাকবে বাইকে। Bajaj CNG Bike-এর নাম রাখা হয়েছে ফ্রিডম 125। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি উদ্বোধন করেন এই মোটরসাইকেল। সদ্য লঞ্চ হওয়া বাজাজ সিএনজি ফ্রিডম বাইকের দাম মাত্র 95,000 টাকা (এক্স শোরুম)। এই মোটরসাইকেলে LED লাইটিং, ব্লুটুথ কানেক্টিভিটি-সহ একাধিক ফিচার্স রয়েছে।

Bajaj CNG Bike, বাজার কাঁপাতে চলে এল বিশ্বের প্রথম CNG বাইক বাজাজ ফ্রিডম 125, যার দাম মাত্র 95 হাজার টাকা
Bajaj CNG Bike, বাজার কাঁপাতে চলে এল বিশ্বের প্রথম CNG বাইক বাজাজ ফ্রিডম 125, যার দাম মাত্র 95 হাজার টাকা



অবশেষে বাজারে চলে এলো Bajaj CNG Bike, যা ভারত তথা বিশ্বের প্রথম সিএনজি বাইক, এই বাইকের নাম ফ্রিডম 125 । গত শুক্রবার বাজাজ কোম্পানি নতুন মোটরসাইকেলের উপর থেকে পর্দা সরাল। বাজাজ কোম্পানির এই নতুন বাইকের নাম রাখা হয়েছে ফ্রিডম 125, যার দাম মাত্র 95,000 টাকা থেকে শুরু হয়েছে। এই বাইকের সিএনজি সিলিন্ডার রয়েছে সিটের নীচে। এতে ফুয়েল ট্যাংকও রয়েছে।  ফ্রিডম 125 বাইকে নানা ফিচার্স ঠাসা রয়েছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি উদ্বোধন করলেন ভারত তথা বিশ্বের প্রথম সিএনজি মোটরসাইকেল।

বাজাজ ফ্রিডম 125 CNG বাইকের দাম (Bajaj CNG Bike Price)

ফ্রিডম 125 মোটরসাইকেলের তিনটি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে বাজাজ কোম্পানি -

  • NG04 ড্রাম - 95,000 টাকা
  • NG04 ড্রাম LED - 1.05 লাখ টাকা
  • NG04 ডিস্ক LED - 1.10 লাখ টাকা

সব মূল্য এক্স-শোরুম।

Bajaj CNG Bike, বাজার কাঁপাতে চলে এল বিশ্বের প্রথম CNG বাইক বাজাজ ফ্রিডম 125, যার দাম মাত্র 95 হাজার টাকা
কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি উদ্বোধন করেন Bajaj CNG Bike


জেনে নেওয়া যাক বাজাজ ফ্রিডম 125 CNG বাইকের মাইলেজ ও ফিচার্স

125 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এই মোটরসাইকেলে। Bajaj CNG Bike পেট্রল এবং সিএনজি দুই জ্বালানিতেই চলবে। বাইকের সিটের নীচে রয়েছে সিএনজি সিলিন্ডার। বাজাজ ফ্রিডম 125 বাইকের ইঞ্জিন সর্বোচ্চ 9.5 হর্সপাওয়ার এবং 9.7 এনএম টর্ক তৈরি করতে পারে।

Bajaj CNG Bike, বাজার কাঁপাতে চলে এল বিশ্বের প্রথম CNG বাইক বাজাজ ফ্রিডম 125, যার দাম মাত্র 95 হাজার টাকা
Bajaj CNG Bike, LED লাইটিং এবং ব্লুটুথ কানেক্টিভিটি সহ নান ফিচার্স রয়েছে



বাজাজ কোম্পানির দাবি অনুযায়ী, ফ্রিডম 125 মোটরবাইকে প্রতি কেজি সিএনজি জ্বালানিতে 213 কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। যা বর্তমান যেকোনও পেট্রল বাইককে হার মানাবে। সিএনজি এবং পেট্রল মিলিয়ে 330 কিমি মাইলেজ দেবে বাজাজ ফ্রিডম 125। চালকের কাছে একটি সুইচ বাটন থাকবে, যা দিয়ে পেট্রল এবং সিএনজি দুই রকম জ্বালানিতে চালানো যাবে এই বাইক।


বাজাজ কোম্পানি আরও দাবি করেছে, 11টি সুরক্ষা পরীক্ষা করে এই Bajaj CNG Bike বাজারে আনা হয়েছে। বিকল্প জ্বালানির উপর জোর দিচ্ছে সরকার। সেই তালিকায় ফ্রিডম 125 বড় প্রভাব ফেলতে পারে বাজারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Bajaj CNG Bike, বাজার কাঁপাতে চলে এল বিশ্বের প্রথম CNG বাইক বাজাজ ফ্রিডম 125, যার দাম মাত্র 95 হাজার টাকা
Bajaj CNG Bike ফ্রিডম 125



মোটরসাইকেলের সিটের উচ্চতা 785 মিলিমিটার। 125 সিসি সেগমেন্টে সবথেকে লম্বা সিট এই বাইকেই পাবেন। এতে যে সিএনজি ট্যাংক রয়েছে তার ক্যাপাসিটি 2 কেজি। আর পেট্রল ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি 2 লিটার। নীতিন গড়করি দাবি করেছেন, সিএনজি টু হুইলারের খরচ প্রতি কিমিতে 1 টাকা হতে চলেছে।


LED লাইটিং, রিভার্স LED ফিচার, ডিজিটাল মিটার এবং ব্লুটুথ কানেক্টিভিটি সহ নান ফিচার্সের পাবেন। এছাড়া বাইকের ব্রেকিংয়ের ক্ষেত্রে রয়েছে ডিস্ক ও ড্রাম দু’ধরনের বিকল্প। Bajaj CNG Bike, ফ্রিডম 125 যে রঙগুলিতে পাওয়া যাবে তা হল- ক্যারিবিয়ান ব্লু, পিউটারগ্রে/ব্ল্যাক, সাইবার হোয়াইট, এবনি ব্ল্যাক/গ্রে, রেসিং রেড, সাইবার হোয়াইট, পিউটার গ্রে/ইয়েলো, এবনি ব্ল্যাক/রেড।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ