Champai Soren Jharkhand-Hemant Soren: গত ৩১ জানুয়ারি জমি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। গ্রেফতারির আগে হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে সেই পদের দায়িত্ব দিয়ে যান চম্পাই সোরেনের হাতে।
Champai Soren Jharkhand Resigns: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘অপমানিত’ চম্পাই সোরেন, কবে শপথ নেবেন হেমন্ত? |
রাঁচী: সত্যি হল জল্পনা। ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হতে চলেছেন হেমন্ত সোরেন। আর তাঁর রাস্তা সাফ করতেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন চম্পাই সোরেন(Champai Soren)। বলা ভাল, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হল তাঁকে। শপথ নেওয়ার মাত্র পাঁচ মাসের মধ্যেই মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হল চম্পাই সোরেনকে। দলের চাপাচাপিতেই এই সিদ্ধান্ত, তবে মন থেকে মানতে পারছেন না তিনি। এমনটাই সূত্রের খবর।
Champai Soren Jharkhand Resigns |
গত ৩১ জানুয়ারি জমি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। গ্রেফতারির আগে হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে সেই পদের দায়িত্ব দিয়ে যান চম্পাই সোরেনের হাতে। কিন্তু গত ২৮ জুন হাইকোর্টে জামিন পেতেই আবার মুখ্যমন্ত্রী পদে ফিরতে চান হেমন্ত সোরেন। সেই কারণেই ইস্তফা দিতে বাধ্য হলেন চম্পাই সোরেন।
বুধবার রাতে ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের হাতে ইস্তফাপত্র তুলে দেন তিনি। রাজভবন থেকে বেরিয়ে বলেন, “যখন নেতৃত্ব বদল হয়েছিল, আমায় দায়িত্ব দেওয়া হয়েছিল। আপনারা গোটা ঘটনাটিই জানেন। হেমন্ত সোরেন জেল থেকে মুক্তি পাওয়ার পর আমরা (জোট সরকার) তাঁকেই আমাদের নেতা হিসাবে নির্বাচিত করেছি। আমি ইস্তফা দিয়েছে। জোটের সিদ্ধান্তকেই অনুসরণ করছি আমি।”
কবে হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন, এই প্রশ্নের উত্তর দেননি প্রাক্তন বা হবু মুখ্যমন্ত্রী।
Champai Soren Jharkhand Resigns |
চম্পাই সরেন কেন পদত্যাগ করেন?
ঝাড়খণ্ড হাইকোর্টের আদেশে হেমন্ত সোরেনকে অর্থ পাচারের মামলায় জামিন দিয়েছে। তবে নয়াদিল্লির সরকারী সূত্র থেকে জানা যাচ্ছে যে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শীঘ্রই ঝাড়খণ্ড হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে একটি এসএলপি নিয়ে সুপ্রিম কোর্টের কাছে যাওয়ার আশা করা হচ্ছে যা হেমন্ত সোরেনের জামিন নাকচ করবে।
গত বুধবার যখন জল্পনা শোনা গিয়েছিল যে হেমন্ত সোরেন আবার মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন, তখনই জানা গিয়েছিল যে দল তথা জোটের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। চম্পাই সোরেনকে ইস্তফা দিতে বলায় তিনি অপমানিত বোধ করেছেন।
0 মন্তব্যসমূহ
please do not send any spam link in the comment box