Lottery Ticket : ১৮ বছর বয়স থেকে করা নেশার জেরেই বাজিমাত! ৩০ টাকার লটারিই ফেরাল সবজি বিক্রেতার ভাগ্য
গুগল নিউজ ইন্ডিয়া ওয়েব : লটারি টিকিট (Lottery Ticket) কেটে অনেক ভাগ্যবান মানুষের ভাগ্যের চাকাই ঘুরে যায়। তবে সবার ভাগ্যের চাকা তো আর ঘোরে না। তবে এক বাঙালি সবজি বিক্রেতার জীবন পাল্টে গেল একটা লটারি টিকিট কেটে। মাত্র ৩০ টাকার লটারি (Lottery) কেটে পশ্চিমবঙ্গের বালুরঘাটের বাসিন্দা বিশ্বনাথ এখন কোটিপতি। বিশ্বনাথ দাস হলেন পেশায় সবজি বিক্রেতা। তিনি বালুরঘাট শহরের ২ নম্বর ওয়ার্ডের বট কৃষ্ণপল্লী এলাকার অনেকদিনের বাসিন্দা। লটারিতে কোটি টাকার জেতার খবর প্রথমে বিশ্বনাথ বিশ্বাসই করতে পারেনি।
Lottery Ticket : মাত্র ৩০ টাকার লটারিই ফেরাল সবজি বিক্রেতার ভাগ্য |
লটারি টিকিট জেতা এই সবজি বিক্রেতা রীতিমতো আতঙ্কিত একসাথে এতগুলো টাকা পেয়ে। এতগুলো টাকা যে তিনি লটারি টিকিট জিতে পাবেন তা কল্পনাও করেননি কখনো। লটারি থেকে জেতা অর্থ দিয়ে বিশ্বনাথ তার সন্তানদের পড়াশোনা করাবেন বলে মনস্থির করেছেন। এছাড়াও বিশ্বনাথ অর্থ দিয়ে একটি পাকা বাড়ি তৈরি করার পরিকল্পনা করেছেন। লটারি টিকিট থেকে কোটি টাকা জেতার খবর কাউকে জানাননি বিশ্বনাথ।
তবে গত বৃহস্পতিবার এলাকায় মাইকিং করায় বিশ্বনাথের এই লটারি জেতার খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকা় জুড়ে। সবজি বিক্রি করে অত্যন্ত দারিদ্রতায় সংসার চলে তার। বিশ্বনাথের স্ত্রী ও ছেলে মেয়ে রয়েছে। বাজারে সবজি বিক্রি করে প্রতিদিন ২০০ টাকা রোজগার করতে কাল ঘাম ছুটে যায় বিশ্বনাথ দাসের। বিশ্বনাথের স্ত্রী লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন। বিশ্বনাথ জানিয়েছেন, তিনি ১৮ বছর বয়স থেকে লটারি টিকিট কেটে আসছেন। লটারি কাটা তার কাছে একরকম নেশার মতো।
Lottery Ticket : মাত্র ৩০ টাকার লটারিই ফেরাল সবজি বিক্রেতার ভাগ্য |
অভাবের সংসারে বিশ্বনাথ এভাবে লটারি টিকিট (Lottery Ticket) কাটতেন বলে মাঝেমধ্যে অশান্তিও হত। তবুও লটারি কাটার নেশা ছাড়তে পারেননি বিশ্বনাথ। বুধবার রাতে বিশ্বনাথ সবজি বিক্রি করে বাড়ি ফেরার পথে ৩০ টাকা দিয়ে লটারি টিকিট কাটেন পাওয়ার হাউজ এলাকার রোহিত চৌধুরী নামে এক লটারি ব্যবসায়ীর কাছ থেকে। সেই লটারিই বিশ্বনাথের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিলো। এই ৩০ টাকার লটারি কেটেই সবজি বিক্রেতা বিশ্বনাথ এখন কোটিপতি।
0 মন্তব্যসমূহ
please do not send any spam link in the comment box