Header Ads Widget

এসএসসির চাকরিহারাদের পাশে মমতা-অভিষেক! তমলুকের অনশন মঞ্চ থেকে অভিজিত-শুভেন্দুর বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি

বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে চাকরি গিয়েছে প্রায় ছাব্বিশ হাজারজনের। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছেন চাকরিহারারা। তবে সোমবার প্রথমদিনের শুনানিতেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন, নিয়োগে জালিয়াতি হয়েছে। সামনে অন্য কোনও উপায় না থাকার জন্যই হয়তো হাইকোর্টের তরফে সবার চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।


তারপরেই চাকরিহারাদের শেষ ভরসা সুপ্রিম কোর্ট। এখন সবাই বলছেন, তাঁরাই যোগ্য ছিলেন। এসএসসি ওওমআর শিটের স্ক্যান কপি না রাখায় মুড়ি-মিছরি এক হয়ে গিয়েছে। তবে ২০২৪-এর ভোটের সময় বাংলায় নিয়োগ দুর্নীতি নিয়ে বড় রায় হল ২০১৬ সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেলই বাতিল করে দেওয়া।

এসএসসির চাকরিহারাদের পাশে মমতা-অভিষেক! তমলুকের অনশন মঞ্চ থেকে অভিজিত-শুভেন্দুর বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি
এসএসসির চাকরিহারাদের পাশে মমতা-অভিষেক! তমলুকের অনশন মঞ্চ থেকে অভিজিত-শুভেন্দুর বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি

অবস্থান বিক্ষোভ

আগামী সোমবার ছয় মে সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। তার মধ্যে চরম উৎকণ্ঠায় চাকরিহারা এবং তাঁদের পরিবারবর্গ। রবিবার থেকে তমলুকের হাসপাতাল মোড়ে অবস্থান বিক্ষোভে বসেছেন তৃণমূলপন্থী চাকরিহারা শিক্ষক-অশিক্ষককর্মীরা।

রয়েছেন চাকরিহারাদের পরিবারের সদস্যরাও

তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি এবং প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনের শুরু হয়েছে অবস্থান বিক্ষোভ। সোমবার সুপ্রিম কোর্টের শুনানির দিন পেছতেই আগামী সোমবার পর্যন্ত অনশনের ডাক দিয়েছেন তৃণমূলের শিক্ষক সমিতির নেতারা। মঙ্গলবার ছিল অবস্থান-বিক্ষোভের তৃতীয় দিন এবং অনশনের দ্বিতীয় দিন। অনশনে যোগ দিয়েছেন চাকরিহারা শিক্ষকদের পরিবারের সদস্যরাও।

তমলুকের অনশন মঞ্চ থেকে অভিজিত-শুভেন্দুর বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি
তমলুকের অনশন মঞ্চ থেকে অভিজিত-শুভেন্দুর বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি



বাড়ি ঘেরাওয়ের হুমকি

আদালতের রায় বিজেপি প্রভাবিত, এই অভিযোগে, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর শান্তি কুঞ্জের বাড়ি ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন, প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম।

পাশে মমতা-অভিষেক

তিনি আরও জানিয়েছেন, চাকরিহারাদের দাবিকে সমর্থন জানিয়ে পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চাকরি হারাদের দাবি তাঁরা যোগ্য। 

এসএসসির চাকরিহারাদের পাশে মমতা-অভিষেক
এসএসসির চাকরিহারাদের পাশে মমতা-অভিষেক


আপাতত সোমবার সুপ্রিম কোর্টে কী হয়, সেই দিকে তাকিয়ে তাঁরা। আশা সুবিচার মিলবে। কিন্তু অযোগ্যরা কিন্তু চাকরিহারাদের মধ্যে কারা অযোগ্য, তাদের আলাদা করা যাবে কীভাবে, সেটাই এখন বড় প্রশ্ন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ